রহস্যজনক রোগের প্রাদুর্ভাব, উত্তর কোরিয়ায় লকডাউন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৪:৪৪ পিএম

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) পিয়ংইয়ংয়ের জনগণকে লকডাউন মেনে চলার নির্দেশনা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম এনকে নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় মেট্রো নিউজ।

বুধবার (২৫ জানুয়ারি) থেকে রোববার (২৯ জানুয়ারি) পর্যন্ত  পিয়ংইয়ংয়ের বাসিন্দাদের বাড়িতে থাকতে বলা হয়েছে।

তবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ উল্লেখ করা হয়নি। পাশাপাশি প্রতিদিন তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষার ফলাফল জমা দিতে বলা হয়েছে।

গত বছরের এপ্রিলে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানায় উত্তর কোরিয়া। সংক্রমণের মাত্র তিন মাস পর দেশটিতে করোনার নিয়ন্ত্রণও ঘোষণা করা হয়। উত্তর কোরিয়াও মহামারি নিয়ন্ত্রণকে একটি ‍‍`অলৌকিক ঘটনা‍‍` বলে বর্ণনা করেছে।

এদিকে পিয়ংইয়ংয়ের বিভিন্ন সূত্রের উদ্ধৃতির বরাত দিয়ে এনকে নিউজ জানিয়েছে, লকডাউনের আভাস পেয়ে রাজধানীর বাসিন্দারা কেনাকাটা করতে শুরু করেছেন।

তবে রাজধানী ছাড়া দেশের অন্য কোথাও লকডাউন জারি করা হয়েছে কিনা তা জানা যায়নি।

উল্লেখ্য, দেশটিতে বর্তমানে সাইবেরিয়ান অঞ্চলের মতো শীত পড়ছে। তাপমাত্রা মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে।