বিশ্বব্যাংক প্রধানের পদত্যাগের ঘোষণা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৬:৫৬ পিএম

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। আরও এক বছরের বেশি মেয়াদ থাকলেও আগামী ৩০ জুন তিনি পদত্যাগ করছেন বলে জানা যায়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ম্যালপাস নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানান। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

২০১৯ সালের ৯ এপ্রিল বিশ্বব্যাংক প্রধানের দায়িত্ব নেন ডেভিড ম্যালপাস। সে হিসাবে ২০২৪ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা। জলবায়ু সংক্রান্ত বিষয়ে যৌক্তিক জবাব দিতে না পারায় গত বছরের সেপ্টেম্বর থেকে সমালোচনা শুরু হয় ম্যালপাসকে ঘিরে।

এছাড়া বৈশ্বিক সংকটে অর্থায়নের কিছু পদক্ষেপের কারণেও সমালোচিত ছিলেন তিনি। সেপ্টেম্বরে শুরু হওয়া বিতর্কের জেরে অবশেষে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

বিবৃতিতে ম্যালপাস বলেন, অনেক চিন্তার পরে আমি নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

কেএস