ডা. শফিকুর রহমান

জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১, ২০২৫, ০২:৩৭ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে নারীরা অতীতের যেকোনো সময়ের তুলনায় কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবেন। তারা সম্মান ও যোগ্যতার সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শ্রমজীবী। শ্রমিকদের অধিকার উপেক্ষা করে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়। মালিক-শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে।”

তিনি অভিযোগ করেন, দেশের শ্রমিকরা ন্যায্য মূল্যায়ন থেকে বঞ্চিত, তারা নানা রকম নির্যাতন ও চাঁদাবাজদের জুলুমের শিকার হচ্ছেন। শ্রমজীবী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

কারখানা শ্রমিকদের পারিশ্রমিক প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “অনেক কারখানায় শ্রমিকদের এমনভাবে বেতন দেওয়া হয়, যা দিয়ে তাদের ন্যূনতম জীবনযাপন সম্ভব হয় না। ফলে ওভারটাইম করতে বাধ্য হন তারা। এ অমানবিক পরিস্থিতির অবসান ঘটানো জরুরি।”

নারীদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, “পুরুষদের জন্য নামাজ ও অন্যান্য সুবিধা থাকলেও নারীদের জন্য এমনটা দেখা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে হলে নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শ্রমিকবান্ধব আইন প্রণয়ন এবং শ্রমিকদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা বীমা চালু করতে হবে।”

ইএইচ