ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা অব্যাহত রয়েছে।
ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৫২ জন।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের চলমান অভিযানে গাজায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫৭৩ জনে। আহত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন।
বিবৃতিতে বলা হয়, “গাজা উপত্যকার বহু জায়গায় এখনও মরদেহ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। ইসরায়েলি বাহিনীর উপস্থিতি এবং নিরাপত্তাহীনতার কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।”
এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়েও ইসরায়েলি হামলায় আরও ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০ জনের বেশি। গত ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় মোট ৮৫১ জন নিহত এবং ৫ হাজার ৬৩৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে, চলতি বছরের ১৮ মার্চ ইসরায়েল আবারও গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৭ হাজার ৭৫০ জন এবং আহত হয়েছেন আরও ২৭ হাজার ৫৬৬ জন। অথচ তার আগেই, গত জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয়েছিল।
এদিকে, গাজায় চালানো গণহত্যামূলক অভিযানের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
একইসঙ্গে, ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) একটি মামলা চলমান রয়েছে।
ইএইচ