মহাকাশে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৭:৪৫ পিএম

রাশিয়ার সহায়তায় মহাকাশে নাহিদ-২ নামক টেলিযোগাযোগ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে ইরান। শুক্রবার সয়ুজ-২.১বি রকেট ব্যবহার করে ভোস্তোচনি কসমোড্রোম থেকে স্যাটেলাইটটি উক্ষেপণ করা হয়েছে। একইসঙ্গে মোট ২০টি স্যাটেলাইট পাঠানো হয়েছে।

মস্কো সময় সকাল ৮টা ৫৪ মিনিটে (তেহরান সময় সকাল ৯টা ২৪ মিনিটে) সয়ুজ-২.১বি রকেট ফ্রেগাট আপার স্টেজসহ উৎক্ষেপণ করা হয়।

এই মিশনে ইরানের নাহিদ-২ সহ আরও ১৯টি স্যাটেলাইট ছিল।

নাহিদ-২ স্যাটেলাইটটি ইরানিয়ান স্পেস এজেন্সির তৈরি একটি টেলিযোগাযোগ উপগ্রহ, যা ইরানের মহাকাশ যোগাযোগ সক্ষমতা উন্নত করার উদ্দেশ্যে বানানো।

এছাড়াও, ১৮টি ছোট স্যাটেলাইট পাঠানো হয়েছে, যার মধ্যে ১৭টি রাশিয়ান। এই ছোট স্যাটেলাইটগুলোর মধ্যে নয়টির কাজ হচ্ছে পৃথিবীর ছবি তোলা, সমুদ্র ও আকাশপথে চলাচল পর্যবেক্ষণ করা এবং মহাকাশের কাছাকাছি অঞ্চলে গবেষণা চালানো।

কিছু স্যাটেলাইট শিক্ষামূলক ও পরীক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহৃত হবে, যেমন লো-আর্থ অরবিটে স্যাটেলাইট যোগাযোগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার পরীক্ষা।

বিআরইউ