৩ সন্তানের জননীকে ৭ বছরে ৪৩ বার বিয়ের প্রস্তাব, অতঃপর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১১:১৪ এএম

টানা সাত বছরে ৪৩ বার বিয়ের প্রস্তাব দেওয়ার পর অবশেষে প্রণয়ের সফল পরিণতি পেয়েছেন ব্রিটেনের এসেক্সের বাসিন্দা সারা ও লিউক।

২০১৮ সালে তাদের সম্পর্ক শুরু হয়। মার্কেটিং এক্সিকিউটিভ সারা ও ট্যাটুশিল্পী লিউক দুজনেই অতীতে ব্যর্থ সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে নতুন জীবনে আসেন। 

তিন সন্তানের মা সারা শুরুতে বিয়েতে রাজি ছিলেন না, সময় নিতে চেয়েছিলেন। তবে লিউক বারবার রোমান্টিকভাবে প্রস্তাব দিতে থাকেন—কখনো প্রাগের প্রাসাদে মোমবাতির আলোয় ডিনার, কখনো জামাইকার সমুদ্রসৈকতে ঘোড়ায় চড়া, আবার কখনো বিশেষ ভ্রমণের আয়োজন।


২০২৩ সালে লন্ডনের গ্রিনিচে এক হাঁটু গেড়ে বসে লিউক বলেন, ‘এই জায়গা পৃথিবীর কেন্দ্রবিন্দু, আর তুমি আমার জীবনের কেন্দ্রবিন্দু। আমি চাই তুমি আমাকে বিয়ে করো।’ এবার আর না করতে পারেননি সারা।

চলতি বছরের মে মাসে জামাইকায় ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এ বিয়ে করেন তারা।

জেএইচআর