নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ফোনালাপে কথা বলেছেন।
রুশ প্রেসিডেন্ট পুতিন আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের বিভিন্ন বিষয় মোদিকে ফোনে জানিয়েছেন।
এ সংক্রান্ত তথ্য সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।
মোদির এক্স পোস্টে বলা হয়েছে, “আমার বন্ধু পুতিনকে ধন্যবাদ, ফোনে কথা বলার জন্য এবং আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সাম্প্রতিক সাক্ষাৎকারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য।”
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মোদি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলমান সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেছেন। তিনি ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানান এবং এই বিষয়ে ভারতের পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন।
এছাড়া মোদি ও পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করেছেন।
ইএইচ