ওয়াসার এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের আদেশ মঙ্গলবার

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৩:০৮ পিএম

জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ হয়েছে অভিযোগ করে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের ওপর আগামীকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

সোমবার (৫ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

ওয়াসার এমডির দুর্নীতি নিয়ে দুদক কি তদন্ত করছে তার অগ্রগতি জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

শুনানিতে রিটকারী আইনজীবী নিয়োগবিধির শর্তপূরন না করেই এমডি হয়েছেন। এমডি পদে নিয়োগ পেতে যে অভিজ্ঞতার প্রয়োজন, সেটিও তাকসিম এ খানের ছিলো না। এরপরও তাকসিম এ খান কয়েকদফা পূনর্নিয়োগ পান।

তবে তাকসিম এ খানের আইনজীবী বলেন, নিয়োগবিধি মেনেই নিয়োগ পেয়েছেন তাকসিম এ খান।

তিনি দাবি করেন, তাকসিম এ খান দায়িত্ব নেয়ার,  লাভের পরিমাণ বেড়েছে ওয়াসার। রবিবার রিট আবেদনটি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।


ইএফ