বিএনপি নেতা মজনু ও যুবদল নেতা রিমাণ্ডে

আদালত প্রতিবেদক প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৬:৪৩ পিএম

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ জুন) তাদের আদালতে উপস্থিত করে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। 

অপরদিকে আসামিদের রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত তাদের একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিএনপি নেতাকর্মীরা ২০২১ সালের ২৯ আগস্ট বেলা ১১ টায় মতিঝিল থানাধীন আর কে মিশন ওয়াজ রোডের উপর যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিক্ষোভ মিছিল বের করে।

এসময় বিভিন্ন প্রকার সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে। এসময় তারা রাস্তায় চলাচলরত গাড়ী ভাংচুর এবং কর্তব্যরত পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এইচআর