ব্যারিস্টার রাজ্জাকের প্রথম জানাজা অনুষ্ঠিত, দ্বিতীয় জানাজা সোমবার সকালে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৯:১৪ পিএম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে) রাত সাড়ে ৮টায় ধানমন্ডিস্থ তাক্বওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। যেখানে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দের উপস্থিতি ছিলেন।

আগামীকাল সোমবার (৫ মে) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট বার চত্বরে দ্বিতীয় এবং বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ব্যারিস্টার রাজ্জাকের দুই ছেলে ও এক মেয়ে। দুই ছেলেও ব্যারিস্টার এবং তারা সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।

[313207]

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ গত ২১ এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। ৬ জানুয়ারি তার জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনাও দিয়েছিলেন।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন।

আরএস