চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। আদালতে চাঁদাবাজ বলে স্লোগান দেওয়া হলে মাথা নিচু করে মুখ লুকান নেতারা।
রোববার ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অন্য তিনজন হলেন—সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মো. ইব্রাহিম হোসেন।
আদালতে হাজির করা হলে উপস্থিত জনতা অভিযুক্তদের উদ্দেশ্যে ‘চাঁদাবাজ’, ‘চাঁদাবাজ’ বলে স্লোগান দিতে থাকেন। এতে মাথা নিচু করে রাখেন গ্রেপ্তার হওয়া ছাত্রনেতারা।
এর আগে গুলশান থানায় সিদ্দিক আবু জাফর নামে একজন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়। যাদের মধ্যে রিয়াদ ছাড়াও রয়েছেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন এবং একজন অপ্রাপ্তবয়স্ক অভিযুক্ত মো. আমিনুল ইসলাম; যিনি আইনের সংঘাতে জড়িত শিশু হিসেবে মামলায় উল্লেখ রয়েছেন।
এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইএইচ