করোনাভাইরাস: দেশে ১৫ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুন ১৯, ২০২২, ০৬:০৬ পিএম

দেশে আবার দ্রুত বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৫৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা ১৫ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ। দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা আগের দিনের চেয়ে ১৬৩ জন বেশি; শনিবার ৪৩৩ জনের আক্রান্ত হয়েছিল। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার (১৯ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করে ওই ৫৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৫৪ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। 

এর বাইরে ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ৩ জন, রংপুর বিভাগে একজন, খুলনা বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ৭ দশমিক ৩৮ শতাংশ, যা আগের দিন ৬ দশমিক ২৭ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১৩১ জন রয়েছে।

আমারসংবাদ/এআই