ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৪০

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ৫, ২০২২, ০৭:৩১ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ৪০ জন রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী সবাই ঢাকা বিভাগের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ২৮৭ জন এবং ঢাকার বাইরে ৭৬ জন ভর্তি আছেন।

চলতি বছর এখন পর্যন্ত তিন হাজার ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯৩ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

এবি