গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা: ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৭:৫৫ পিএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ সময় সংঘর্ষে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 

নিহতরা হলেন— গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা মোল্লা (৩০) ও ইমন তালুকদার। 

গোপালগঞ্জ জেলা হাসপাতাল ও নিহতদের পরিবার সূত্র গণমাধ্যমকে নিহতের তথ্য নিশ্চিত করেছে।  

বুধবার বিকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, বিকালে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন। 

গণমাধ্যমকর্মীরা স্বজনদের সঙ্গে কথা বলে দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে।

হাসপাতালের আরেকটি সূত্র চারজনের মৃত্যুর কথা জানিয়েছে। 

এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কারফিউ জারি থাকবে। গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। 

ইএইচ