তথ্য কমিশন গঠনে চূড়ান্ত উদ্যোগ, শিগগিরই প্রজ্ঞাপন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০১:৪২ পিএম

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শিগগিরই এ কমিশন গঠন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

শনিবার (২৬ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দুজন তথ্য কমিশনারের সমন্বয়ে এই কমিশন গঠন করা হবে। আইন অনুযায়ী, দুজন তথ্য কমিশনারের মধ্যে অন্তত একজন নারী সদস্য থাকবেন।

বিআরইউ