৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৪:২৫ পিএম

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে। 

রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।

এর আগে শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, অন্তর্বর্তী সরকার ‘জুলাই ঘোষণাপত্র’-এর খসড়া চূড়ান্ত করেছে।

পোস্টে তিনি লেখেন, “অন্তর্বর্তী সরকার ‘জুলাই ঘোষণাপত্র’-এর খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, বিকেল ৫টায় গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত ঘোষণা খুব শিগগির দেওয়া হবে।”

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় হয়ে ওঠে ‘জুলাই ঘোষণাপত্র’। অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে সম্প্রতি ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

ইএইচ