আল্লাহর কাছে চাইতে হবে, ঐক্যবদ্ধভাবে রাস্তায়ও নামতে হবে: দুদু

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুলাই ২, ২০২২, ০৬:১৬ পিএম

দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং খালেদা জিয়ার মুক্তির জন্য আল্লাহর কাছে চাইতে হবে, ঐক্যবদ্ধ হয়ে রাস্তায়ও নামতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, আমাদের চাওয়ার সবচেয়ে বড় জায়গা মহান রাব্বুল আলামিন। তার কাছে আমাদের চাইতে হবে। গণতন্ত্র ও স্বাধীনতার জন্যই আল্লাহর কাছে খালেদা জিয়ার সুস্থতা ও তার মুক্তি চাইব। মহান আল্লাহতায়ালা বলেছেন, তোমরা করো, দেওয়ার মালিক আমি। মহান আল্লাহ সবসময় উদ্যোগীদের সঙ্গে থাকেন। তাই আমাদের উদ্যোগী হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে।

শনিবার (২ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকলে মানুষের অধিকার থাকে না। তখন মগের মুল্লুকের মতো যা মনে চায়, তাই করা যায়। সেজন্য এই শাসনব্যবস্থাকে উল্টে দিতে হবে, পরিবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, অতীতে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেশকে যেমন অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে এনেছিলেন, তেমনই বর্তমান তারেক রহমানের নির্দেশে দেশেকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনতে হবে। 

এবি