‘শেখ হাসিনা সরকার জনগণের শান্তি ও মৌলিক অধিকার হরণ করেছে’

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০৪:০২ পিএম

বিএনপির নির্বাহী পরিষদ সদস্য নিপুন রায় চৌধুরী বলেছেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে। এরপর জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’

তিনি বলেন, ‘সরকার ও তার মন্ত্রী-এমপিরা লুটপাট করে বিদেশে টাকা পাচার করে দেশকে অর্থশূন্য করে দিয়েছে। এর মাধ্যমে তারা জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। শেখ হাসিনা সরকার জনগণের শান্তি ও মৌলিক অধিকার হরণ করেছে। এই সরকার বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে, যার প্রমাণ সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও দেশের বিচারব্যবস্থা।’

রোববার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা জেলার বিক্ষোভ সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে এমনটি বলেন দলটির নির্বাহী পরিষদ সদস্য নিপুন রায় চৌধুরী।

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আপনাদের এমপি-মন্ত্রীদের পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে। এরপর জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার পতনের জন্য আপনারা প্রস্তুত হোন৷’

আওয়ামী লীগ জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, এই সেতু ভেঙে পড়ে যাবে- এই ধরনের বক্তব্য রাখায় খালেদা জিয়ার প্রতি সম্প্রতি ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৮ মে রাজধানীতে আওয়ামী লীগের দলীয় এক আলোচনায় এমনটি জানান সরকারপ্রধান।

খালেদা জিয়ার উক্তি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বলেছে, স্প্যানগুলো যে বসাচ্ছে, সেটা ছিল তার কাছে জোড়াতালি দেয়া। পদ্মা সেতু বানাচ্ছে, তাতে চড়া যাবে না, চড়লে সেটা ভেঙে যাবে। তার সঙ্গে তার কিছু দোসররা। তাদের কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেয়া উচিত।’

এবি