ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০১:৪৯ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি (বাইপাস অপারেশন) সফলভাবে সম্পন্ন হয়েছে। 

শনিবার সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ অস্ত্রোপচার পরিচালনা করেন চিকিৎসকেরা।

জামায়াত আমিরের চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিমের সদস্য ডা. খলিদুজ্জামান জানান, “অপারেশন সফল হয়েছে। তিনি বর্তমানে পোস্ট অপারেটিভ পর্যবেক্ষণে আছেন। নিবিড় পর্যবেক্ষণের পর তার চিকিৎসার পরবর্তী আপডেট জানানো হবে।”

এর আগে শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৭টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং পরবর্তী পাঁচ ঘণ্টায় বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

শুক্রবার মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সম্প্রতি একটি সমাবেশে অসুস্থ হয়ে পড়ায় ডা. শফিকুর রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষায় তার হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ে, যার কয়েকটি ছিল গুরুতর।

তিনি জানান, অনেকেই বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও ডা. শফিকুর রহমান নিজেই দেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার দেশবাসীর কাছে আমিরের সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।

ইএইচ