জনগণ আ.লীগকে লাল কার্ড দেখিয়েছে: বুলু

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০৬:৫৭ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘দেশের মানুষ আর ভোট চুরির খায়েশ মেটাতে দেবে না। বাংলার জনগণ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। তাই ঢাকায় বিএনপির ৫০ লাখ লোকের সমাবেশ হবে।’

শনিবার (১২ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের মুনিরা ভবনে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, ‘পাঁচটি সমাবেশ থেকে আগামী ২৬ নভেম্বর কুমিল্লার সমাবেশ হবে সবচেয়ে বড়। শেখ হাসিনা ক্ষমতার বাঘের পিঠে উঠেছেন, নামতে হলে খালেদা জিয়ার পা ধরে নামতে হবে। দেশের মানুষ আর ভোট চুরির খায়েশ মেটাতে দেবে না। বাংলার জনগণ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। তাই ঢাকায় বিএনপির ৫০ লাখ লোকের সমাবেশ হবে। ’

তিনি বলেন, ‘মানুষ যেন সমাবেশে না যেতে পারে, তার জন্য সমাবেশে সরকারঘোষিত হরতাল-আবরোধ পালিত হয়েছে। এতকিছু করেও মানুষের স্রোত থামতে পারেনি সরকার। মানুষ নদী সাঁতার কেটে, হেঁটে সমাবেশে উপস্থিত হয়েছে। প্রত্যেকটি জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছিল। ’

বুলু বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, আন্দোলন করে বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে ভরে দেবে। তার কথা মতো দেশে কোনো আইন নেই। তিনি যা বলবেন তাই হবে। আমরা বলতে চাই, দেশের জনগণ শেখ হাসিনার বিচার করবে। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ’

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিভাগের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক মো. সায়েদুল হক সাঈদ।

এবি