গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ১১:৫৩ পিএম

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর এবার গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ককটেল বিস্ফোরণের বিষয়টি রাত ৮টা ৩৬ মিনিটের দিকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, হাতিরপুল অফিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

এর আগে ২৩ জুন রাত সাড়ে ১০টার দিকে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হন বলে দাবি করেছিল দলটি।

ইএইচ