আ.লীগের ২২তম জাতীয় সম্মেলন আজ

সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবের আমেজ, নেতকর্মীদের ঢল

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ১০:৩৪ এএম

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন।

‍‍`উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে‍‍`- এই স্লোগান নিয়ে আয়োজিত হচ্ছে এই সম্মেলন।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সম্মেলনস্থলে আসতে শুরু করেছে কাউন্সিলর এবং ডেলিগেটরা। সকাল থকে খুলে দেয়া হয়েছে উদ্যানরে সকল গেট। ছোট ছোট মিছিল নিয়ে প্রবেশ করছে দলীয় নেতাকর্মীরা। স্লোগান, বাদ্যযন্ত্রে সম্মেলনে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

বিশ্বে অর্থনৈতিক মন্দাকে মাথায় রেখে এবারের আওয়ামী লীগের জাতীয় সম্মেলন একদিনে করার সিদ্ধান্ত নেয় দলটি। শনিবার সকাল সাড়ে দশটায় সম্মেলন উদ্বোধন করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হবে। এরপর উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে তুলে ধরা হবে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন ও সাফল্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সর্বশেষ জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর।

গঠনতন্ত্র অনুযায়ী, বর্তমান কমিটির তিন বছরের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১৯ ডিসেম্বর।

গত ২৮ অক্টোবর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ২৪ ডিসেম্বর ২২তম জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়।

এআই