আমাদের উন্নয়ন কর্মকাণ্ড থেমে নেই: শিল্পমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৮:১২ পিএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আগামী দিনে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নে কম গুরুত্ব দিচ্ছে সরকার। আমাদের উন্নয়ন কর্মকাণ্ড থেমে নেই। কোভিডকালীন সময়ে আমাদের উন্নয়ন প্রকল্পের টাকা একটু কমিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে বিশ্বে যে অবস্থা হবে সেখানে আমাদের খেয়ে বাঁচতে হবে। এ জন্য খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে শিবপুরের সরকারি শহীদ আসাদ কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন।

শহীদ আসাদ কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. শফিউল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান প্রমুখ।

এবি