পাতালরেল প্রকল্পের টাকা দিয়ে মিল-কারখানা করার আহ্বান বুলুর

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৪:১৪ পিএম

পাতালরেল প্রকল্পের টাকা দিয়ে মিল-কারখানা করতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

বুলু বলেন, দেশে চারিদিকে সংকট। আমদানি হচ্ছে না, ডলারের সংকট। এ অবস্থায় পাতালরেল প্রকল্পের ৫২ হাজার কোটি টাকা কৃষক, শ্রমিকদের মাঝে দিয়ে দেন। এই টাকা দিয়ে মিল-কারখানা করেন। এতে লাখ লাখ বেকারের কর্মসংস্থান হবে।

তিনি বলেন, লুটপাটের জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ৫২ হাজার কোটি টাকার পাতালরেলে রাষ্ট্রের কী উপকার হবে?

বিএনপির এই নেতা বলেন, এই সরকারের নেতাকর্মীরা দেশ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার করেছে। তাদের দুর্নীতি ও টাকা পাচারের অবস্থা দেখে মনে হয় আলাদিনের চেরাগ হাতে পেয়েছে।

বুলু আরও বলেন, সরকার সংসদে ইনডেমনিটি বিল পাস করিয়েছে। এতে কোটি কোটি টাকা লুট হয়ে গেলেও কেউ মামলা করতে পারবে না।

এ সময় আন্দোলনের মাধ্যমে সরকার পতন ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান।

এবি