তফসিল ঘোষণার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৭:৫৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদে এবং অবিলম্বে তফসিল বাতিল করে সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

আজ বুধবার সন্ধ্যায় দলটির ঢাকা মহানগর শাখার নেতকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, জনগণ সরকারের ফরমায়েসী নির্বাচনী তফসিল ঘৃণাভরে প্রত্যাখান করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে; তারা এই ষড়যন্ত্রমূলক ও গণবিরোধী তফসিল বাতিল এবং কেয়ারটেকার সরকারের গণদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।

বিক্ষোভ মিছিলটি উত্তরা আজমপুরথেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ  সদস্য  মাওলানা মুহিবুল্লাহ ও জামাল উদ্দীন, ঢাকা মহানগরী উত্তরের  মজলিসে শূরা সদস্য মাজহারুল ইসলাম এবং ছাত্রনেতা সালাহউদ্দীন প্রমুখ।

এআরএস