অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন দিতে হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৩:১৪ পিএম

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যেই প্রশাসন ও পুলিশের সংস্কার সম্পন্ন করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কুমিল্লার লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের নায়েবে আমির সরকারকে স্পষ্ট করে দিয়েছেন, ২০২৬ সালের জুন কিংবা চলতি বছরের ডিসেম্বর—যে সময়েই হোক, নিরপেক্ষ নির্বাচন হতে হবে। তবে আগের মতো আর কোনো নির্বাচন বাংলার মানুষ হতে দেবে না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে প্রশাসন ও পুলিশে সংস্কার আনতে হবে। খুনি হাসিনা ও তাঁর সহযোগীদের বিচার নিশ্চিত করে তবেই নির্বাচন হতে পারে।’

পরওয়ার অভিযোগ করেন, ‘পলাতক স্বৈরাচাররা এখন দেশবিরোধী গুজবে অর্থ ঢালছে। দেশের টাকা বিদেশে পাচার করে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা।’

সম্মেলনে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানসহ স্থানীয় নেতারা।

বিআরইউ