বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং গত ২১ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে ছিলেন।
ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তার জানাজা তিন ধাপে অনুষ্ঠিত হবে- প্রথম জানাজা রোববার রাত সাড়ে ৮টায় ধানমন্ডি তাক্বওয়া মসজিদে, দ্বিতীয় জানাজা সোমবার (৫ মে) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট বার চত্বরে, তৃতীয় জানাজা সোমবার জোহর বাদ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
জানাজাগুলোতে অংশগ্রহণের জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকল স্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
২০১৩ সালে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে প্রধান আইনজীবী হিসেবে কাজ করেন ব্যারিস্টার রাজ্জাক। সে সময় তিনি দলের সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্বে ছিলেন।
২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছাড়েন এবং যুক্তরাজ্যে চলে যান। পরে, ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি, লন্ডন থেকে জামায়াতের সদস্যপদ ও পদত্যাগপত্র পাঠিয়ে দল থেকে সরে দাঁড়ান। দলটির সংস্কারের পক্ষে প্রকাশ্য বিবৃতি দিয়ে ওই সময় তিনি রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেন।
রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘ ১১ বছর পর, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর, যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসেন।
ইএইচ