নীলা ইস্রাফিল

আমি এখনো কোনো দলের চাকর নই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০২:২৪ পিএম

আমি এখনো কোনো দলের চাকর নই বলে মন্তব্য করেছেন সদ্য এনসিপি থেকে সরে দাঁড়ানো নেত্রী নীলা ইস্রাফিল। বাংলাদেশে একটি সাধারণ মানুষ কতটুকু স্বাধীন? এমন প্রশ্নও করেন তিনি।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন নীলা ইস্রাফিল।

তিনি ফেসবুক পোস্টে বলেন, আজ ৩০ জুলাই, ২০২৫ এক বছর কেটে গেছে। কিন্তু প্রশ্ন একটাই রয়ে গেছে বাংলাদেশে একটি সাধারণ মানুষ কতটুকু স্বাধীন? কতটুকু নিরাপদ? আমি এখনো কোনো দলের চাকর নই। আমি একজন সচেতন নাগরিক, একজন মা, একজন শিল্পী, একজন মানুষ যে রক্তের গন্ধে শ্বাস নিতে চায় না।

নীলা ইস্রাফিল বলেন, আজও সেই প্রশ্নগুলো রয়ে গেছে, উত্তরহীন কেন যারা গুলি চালায়, তারাই বেঁচে যায়, আর যারা বাঁচতে চায়, তাদের মুখ বন্ধ করা হয়? কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে রাষ্ট্রবিরোধী বানানো হয়? কেন নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ালেই ফেসবুক থেকে মুছে ফেলা হয় সত্য?

এক বছর আগেও বলেছিলাম রক্তাক্ত বাংলাদেশ আমি চাই না। আজও বলছি আমি গুলির বাংলাদেশ চাই না দলান্ধতা নয়, চাই মানুষের রাষ্ট্র।

আপনারা যারা চুপ করে আছেন, তারা কি জানেন চুপ থাকার অর্থ কখনো কখনো অপরাধে সম্মতি দেওয়া? আমি চুপ করিনি, করবও না। বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়। এটা ১৮ কোটি মানুষের আর আমিও তাদের একজন। স্বাধীনতা মানে শুধু স্বাধীন পতাকা নয় স্বাধীন প্রশ্ন করার অধিকার। আমি প্রশ্ন করছি। আপনারা করলেন তো?

ইএইচ