নাসির উদ্দিন পাটোয়ারী

সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচন ঘোষণা নতুন ষড়যন্ত্রের পথ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ১০:২৫ পিএম

সংস্কার, বিচার ও জুলাই সনদকে অগ্রাধিকার না দিয়ে সরকার বাংলাদেশকে নতুন এক গভীর ষড়যন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সরকার সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের পথে হাঁটছে। গণঅভ্যুত্থান হয়েছিল দেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য। সেই ফ্যাসিস্ট সরকার মানুষকে খুন করেছে। তাদের বিচার এবং দেশের একটি আমূল সংস্কারের মধ্য দিয়ে জনগণ যাতে শান্তি ও উন্নত জীবন পেতে পারে— সেই লক্ষ্যেই মানুষ জীবন দিয়েছিল।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, কিন্তু নির্বাচনের মাধ্যমে যদি মৌলিক কাঠামোয় পরিবর্তন না আসে, তবে তা হবে শহিদদের সঙ্গে এবং দেশের ১৮ কোটি মানুষের সঙ্গে বেঈমানি। যেহেতু সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে, তাই বিচার ও সংস্কার, এবং জুলাই সনদের তারিখ ও বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রক্রিয়া ঘোষণা না করে কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করা বাংলাদেশকে নতুন এক গভীর ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, জনগণের পক্ষ থেকে সরকারের উচিত জুলাই সনদের তারিখ ঘোষণার পরেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা। কিন্তু সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এজন্য আমরা সরকারকে আহ্বান জানাই— সংস্কার, বিচার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবেন না। বরং এই তিনটি বিষয়ে একসঙ্গে প্রস্তাব বা তারিখ জাতির সামনে উন্মুক্ত করুন। আমরা সরকারকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি জনগণের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

ইএইচ