শায়খে চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম বলেছেন, বিএনপি বারবার সুযোগ পেয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে।
রোববার বিকালে বরিশালের গৌরনদী উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বলেন, জিয়াউর রহমানের শাহাদাতের পর বিচারপতি সাত্তার বিএনপির রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় ছিলেন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন, ২০০১ সালেও বিএনপি ক্ষমতায় আসে। কিন্তু প্রতিবারই শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিএনপি। এর ফলে ১৯৮২ সালে বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করে এরশাদ সামরিক শাসন জারি করেন, ১৯৯৬ সালে বিরোধীদলের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হয়, আর ২০০১ সালে ক্ষমতায় এসে ১/১১-এর মাধ্যমে বিদায় নিতে হয়।
তিনি আরও বলেন, “আপনারা বিএনপি দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, এরশাদের জাতীয় পার্টি দেখেছেন। এখন একবার ইসলামকে দেখুন, ইসলামকে বিজয়ী করে ক্ষমতায় আনুন। যদি ব্যর্থ হই, তবে আর কোনোদিন আপনাদের সামনে রাজনীতি করতে আসব না। আমরা ব্যর্থ হবো না, ইনশাআল্লাহ।”
গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে বিকেল ৪টায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন— ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এবং বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ রাসেল সরদার মেহেদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার আমির মাওলানা আল আমিন এবং বাংলাদেশ খেলাফত মজলিস গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসাইন রিয়াদ।
এছাড়া বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম মাহমুদ হাওলাদার, সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া, গৌরনদী পৌর শাখার সভাপতি মো. ওবায়েদুল হক নবী, সাধারণ সম্পাদক মো. শামসউদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মো. নাসির উদ্দিন শাহ, গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি এইচ এম সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ শাওন প্রমুখ।
ইএইচ