মির্জা আব্বাস

দেশ পরিচালনা করা আর অ্যাডভেঞ্চার এক নয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ১০:৩৯ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যে দল এখনো স্থির হয়নি, এখনও রাজনৈতিক দলের পূর্ণরূপে গড়ে উঠতে পারেনি, তারা সবকিছুকে অ্যাডভেঞ্চার হিসেবে দেখে। কিন্তু দেশ পরিচালনা করা এবং অ্যাডভেঞ্চার করা এক নয়।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন-জাসাস ঢাকা দক্ষিণ মহানগর আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন নিয়ে মির্জা আব্বাস বলেন, কিছু দল পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন স্থগিত করতে চায়, অথচ এত বছর তারা এটা বলেনি। এখন প্রশ্ন ওঠে, ‘এই ট্যাবলেট কে খাওয়ালো?’ নতুন প্রজন্ম ভোট দিতে জানে না, তার মধ্যেই পিআর পদ্ধতির কথা নিয়ে আসা হচ্ছে। এটি দিয়ে দেশে অচলাবস্থা সৃষ্টি করার চেষ্টা চলছে, যা জনগণ গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ১৭/১৮ বছর ধরে যে শাসন-শোষণ, গুম-খুন চালিয়েছে, দেশের মানুষ তা ১৭০০ বছরেও ভুলবে না।

আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ভারতে বসে দেশটির প্ররোচনায় ও পৃষ্ঠপোষকতায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কিছু দলও নির্বাচন বন্ধে আগ্রহী। তাদের ধারণা, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। তারা বিভিন্ন অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু জনগণ এসব কথা শুনতে আগ্রহী নয়; তারা চায় একটি নির্বাচিত সরকার।

ইএইচ