১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৩:১৭ পিএম

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও ‘মঞ্চ ৭১’-এর অন্যতম সমন্বয়কারী জেড আই খান পান্না আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশবাসীকে ‘শোক দিবস’ পালন ও দোয়া করার আহ্বান জানিয়েছেন।

রোববার রাতে ফেসবুক লাইভে এসে তিনি এই আহ্বান জানান।

জেড আই খান পান্না বলেন, “প্রিয় দেশবাসী, আগামী ১৫ আগস্ট জাতির শোক দিবস। সেদিন শুক্রবার হওয়ায় আপনারা যে যেখানে থাকবেন, অন্তত কালো জামা বা কালো ব্যাজ ধারণ করবেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৬ জন শহীদ এবং বাইরের আরও দুজন— কর্নেল জামিল ও বরিশালের রিন্টুর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। যৌবনের ১৭ বছর তিনি কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানিদের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম করেছেন, শুধু ১৯৭১ সালের ৯ মাসের যুদ্ধ নয়, তারও আগে। তাই প্রতিকূল পরিস্থিতিতেও অন্তত মসজিদে, মন্দিরে বা ঘরে বসেই এই শহীদদের জন্য দোয়া করুন— বিশেষ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ কামাল, শেখ জামাল, শেখ নাসের ও তাদের পরিবার, শেখ রাসেল, সেরনিয়াবাত সাহেব, তার নাতি বাবু, শহীদ ভাইসহ সবার জন্য।”

জেড আই খান পান্না আরও বলেন, “শোক জানাতে আমাদের ৩২ নম্বরে বা কবরস্থানে যেতেই হবে— এমন নয়। যে যেখানে আছেন, সেখান থেকেই দোয়া করুন। অন্তরে যদি ভালোবাসা থাকে, সেটি কেউ কাড়তে পারবে না। যারা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন, তারা শুধু ওইদিন নয়— সবসময়ই নামাজ বা প্রার্থনায় তাঁদের জন্য দোয়া করবেন। মঞ্চ ৭১ থেকে আমি এই আহ্বান জানাচ্ছি।”

ইএইচ