জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ ও পাকিস্তান থেকে মুক্তি দিয়েছেন, আর আমরা যুবকরা দিল্লি থেকে মুক্তি দিয়েছি।
মঙ্গলবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র আয়োজনে অনুষ্ঠিত জাতীয় যুব সম্মেলন ২০২৫–এ যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
হান্নান মাসউদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী বিপ্লব ঘটিয়েছে আমাদের যুব সমাজ। সবাই এক উদ্দেশ্যে রাজপথে নেমেছিল—এই দেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্ত করা।
তিনি অভিযোগ করেন, যুবকরা বারবার রক্ত দিয়েছে, কিন্তু দেশ গঠনে প্রবীণরা বারবার তাদের প্রতারিত করেছে। যারা আমাদের ‘বাচ্চা ছেলে’ মনে করে বলে, বাচ্চাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়—তাদের উদ্দেশে বলি, সেই বাচ্চারাই বুক পেতে শহীদ হয়ে আপনাদের জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে।
এনসিপির এ নেতা আরও বলেন, যুবক–প্রবীণদের সহযোগিতায় আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রস্তুত।
ইএইচ