ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবে আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁরা কেবল ধর্মীয় নেতার ভূমিকায় সীমাবদ্ধ ছিলেন না; বরং রাজপথে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
বক্তারা আরও বলেন, “এই গণঅভ্যুত্থান ছিল শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়; এটি ছিল জনগণের দীর্ঘ শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক পুনর্জাগরণ। ইসলামের ন্যায়পরায়ণতা ও নৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে আলেম সমাজ সে সময় এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল। বর্তমান সময়েও সেই ঐক্য ও সচেতনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শামছুল আলম।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।
এছাড়াও বক্তব্য রাখেন— ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. ইসমাইল হোসেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পরিচালক এসএম তরিকুল ইসলাম, পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, পরিচালক মো. রেজ্জাকুল হায়দার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক মো. মহিউদ্দিন।
অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন মুহাম্মদ ওবায়দুর রহমান ও এম এ বারী।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী।
ইএইচ