শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৬:২৫ পিএম

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ নেমেছে পরিষ্কার ফেভারিট হিসেবে। আগের দিন প্রতিযোগিতায় অংশ নেওয়া তিন প্রতিপক্ষ দলই বাংলাদেশের শক্তির প্রতি সম্মান জানিয়েছিল।

শুক্রবার টুর্নামেন্টের প্রথম দিনেই তার প্রমাণ মিলেছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে আফিদা খন্দকারের দল। হ্যাটট্রিক করেছেন মোসাম্মৎ সাগরিকা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই শ্রীলঙ্কান মেয়েদের চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আরও ছয় গোল করে জয় নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা।

সাগরিকার হ্যাটট্রিক ছাড়াও মুনকি আক্তার জোড়া গোল করেন। এছাড়া স্বপ্না রানী, রুপা, শান্তি মার্দি, শিখা আক্তার ও সিনহা জাহান শিখা একটি করে গোল করেন। ইনজুরি সময়ে শ্রীলঙ্কা একটি গোল পরিশোধ করে।

উল্লেখযোগ্যভাবে, সিনিয়র নারী দলের যারা সম্প্রতি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিয়েছেন, তাদের মধ্যে আটজন রয়েছেন এই অনূর্ধ্ব-২০ দলে। আজকের ম্যাচে কোচ পিটার বাটলার সেই আটজনকেই একাদশে রাখেন। ফলে অভিজ্ঞতা ও আক্রমণভাগের ধার ছিল চোখে পড়ার মতো।

ম্যাচের খেলা

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন স্বপ্না রানী। এরপর ৪ মিনিটে বাঁ দিক দিয়ে এগিয়ে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ৩৭ মিনিটে শিখার ক্রস থারুশিকার পায়ের ফাঁক দিয়ে সাগরিকার কাছে পৌঁছায়, যেখান থেকে সহজেই তৃতীয় গোলটি করেন তিনি। 

বিরতির পর অধিনায়ক আফিদা খন্দকারসহ তিনজনকে তুলে নেন কোচ, তবে দলের খেলার ছন্দে কোনো ব্যাঘাত ঘটেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাগরিকার কাটব্যাকে আনমার্কড মুনকি নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর ৫০ মিনিটে শিখা বাঁ দিক থেকে ক্রস পেয়ে দারুণ প্লেসিং শটে গোল করেন। তিন মিনিট পর একক প্রচেষ্টায় বক্সে ঢুকে নিচু শটে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন সাগরিকা।

৫৮ মিনিটে পূজার কাট ব্যাকে প্লেসিং শটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। ৮৩ মিনিটে রুপা অষ্টম গোলটি করেন। ইনজুরি সময়ে শ্রীলঙ্কার লালিয়ান একটি গোল পরিশোধ করলেও, ম্যাচের শেষ মুহূর্তে শান্তি মার্দি বাংলাদেশের হয়ে নবম ও শেষ গোলটি করেন।

বাংলাদেশের এই জয়ে টুর্নামেন্টের শুরুতেই শক্তির বার্তা দিল স্বাগতিকরা।

ইএইচ