হেফাজতের সম্মেলন বাস্তবায়নে কমিটি গঠন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০৪:৩৭ পিএম
হেফাজতের সম্মেলন বাস্তবায়নে কমিটি গঠন

আগামী ১৭ ডিসেম্বর ঢাকায় হেফাজতের উদ্যেগে উলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে সাব কমিটি গঠন করেছে ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির দায়িত্বশীলদের নিয়ে মহাসচিবের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল দশটায় জামিয়া ইসলামিয়া মাখজানুল খিলগাঁও মাদরাসায় হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এর সভাপতিত্বে কেন্দ্রীয় দায়িত্বশীলদের নিয়ে একটি জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, দপ্তর সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর প্রমুখ।

বৈঠকে আগামী ১৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নের জন্য হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানকে প্রধান করে একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

এছাড়াও কমিটিতে আরো আছেন যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী,মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী মাসউদুল করিম, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আনিসুর রহমান (বিমানবন্দর, উত্তরা), মাওলানা নুরুল ইসলাম (খিলক্ষেত), হেফাজত ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, মুফতী কামাল উদ্দীন, মাওলানা ওহিদুর রহমান, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা রাশেদ বিন নূর।

বৈঠকে হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ঢাকা মহানগর কমিটির কার্যক্রম বেগবান করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য ও পরামর্শ দেন এবং ঢাকা মহানগর কমিটিকে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে মূখ্য ভূমিকা পালনের কথা বলেন।  আগামী ১৪ নভেম্বর সোমবার সকাল দশটায় ঢাকা খিলগাঁস্থ মাখজানুল উলুম মাদরাসায় ঢাকা মহানগর কমিটির  আরো একটি বৈঠক আহবান করা হয়। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত  মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা মীর ইদরীস সহ কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

ইএফ