শাহবাগ মোড় থেকে ‘জুলাই যোদ্ধাদের’ ছত্রভঙ্গ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৬:৫৮ পিএম
শাহবাগ মোড় থেকে ‘জুলাই যোদ্ধাদের’ ছত্রভঙ্গ করল পুলিশ

রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারী ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং অবরোধস্থলে তৈরি করা মঞ্চটিও অপসারণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একটি পক্ষ শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।

শুক্রবার বিকেলে একই পরিচয়ের আরেকটি পক্ষ ওই অবরোধের বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে সংঘাত এড়াতে পুলিশ উভয় পক্ষকে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়।

অবরোধের বিরোধিতাকারী ‘জুলাই যোদ্ধা’ দলের সদস্যরা সাংবাদিকদের বলেন, “প্রকৃত জুলাই যোদ্ধারা জনগণের দুর্ভোগের কারণ হতে পারেন না। অথচ কিছু ব্যক্তি ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে শাহবাগ মোড় অবরোধ করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

ইএইচ