মেরুদণ্ড জোড়া লাগা নুহা-নুবার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০১:২১ পিএম
মেরুদণ্ড জোড়া লাগা নুহা-নুবার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মেরুদণ্ডে জোড়া লাগা শিশু নুহা ও নুবার চিকিৎসা ব্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন। এ তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দির আহমেদ।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান তিনি।

দেশে প্রথমবারের মতো মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশুকে চিকিৎসার মাধ্যমে আলাদা করার প্রস্তুতি নিয়েছে বিএসএমএমইউ। এ বিষয়ে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় বিএসএমএমইউতে বসেছে মেডিকেল বোর্ডের সভা।

অত্যন্ত জটিল ও স্পর্শকাতর এ অস্ত্রোপচারের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। তাকে আরো কয়েকজন চিকিৎসক সহায়তা করবেন।

বাংলাদেশে এ প্রথম কোনো মেরুদণ্ড জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হতে যাচ্ছে বিএসএমএমইউতে। এর আগে এ হাসপাতালে পেট জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছিল।

বিএসএমএমইউ সূত্রে জানা যায়, সাত মাস ১৩ দিন বয়সী জোড়া লাগানো শিশু দুটির বাবা কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর আলমগীর রানা। তিনি পেশায় পরিবহন শ্রমিক। আলমগীর-নাসরিন দম্পতির কন্যা শিশু দুটির মেরুদণ্ড ও স্পাইন জন্মগতভাবে জোড়া লাগানো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে কনজয়েন্ড টুইন।

টিএইচ