ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৫:০৮ পিএম
ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম

শীর্ষ স্থানীয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল ইসলাম।

শনিবার এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্ব গ্রহণের সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির কর্মীরা। 

এ সময় ভারপ্রাপ্ত সম্পাদক পেশাগত কাজে সহযোগিতা করতে প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, কামরুল ইসলাম ইউএস-বাংলা এয়ারলাইন্সে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে কাজ করছেন দীর্ঘ সময় ধরে। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য। এছাড়া তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) জিএস ছিলেন (১৯৯৪-৯৫), সাস্ট ক্লাব লিমিটেডের (২০১৯-২১) সাবেক প্রেসিডেন্ট।

ইএইচ