গাইবান্ধা উপনির্বাচনে কোনো ধরনের অনিয়ম হয়নি: সিইসি

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৫:১৮ পিএম
গাইবান্ধা উপনির্বাচনে কোনো ধরনের অনিয়ম হয়নি: সিইসি

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে এবার কোনো অনিয়ম হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিইসি বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৩৫ শতাংশ ভোট পড়েছে। শৈতপ্রবাহের কারণে ভোটার উপস্থিতি কম ছিল। তবে নির্বাচনে কোনো অনিয়ম হয়নি।

সিসি টিভি প্রসঙ্গে তিনি বলেন, এর ব্যবহার নতুন। সিসিটিভির জন্য কার্যকর পর্যবেক্ষণ করা সম্ভব। এর ফলেই সুষ্ঠু ভোট হচ্ছে।

আগের নির্বাচনে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান সিইসি। তিনি বলেন, আগের বারের অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ে হবে ২ থেকে ৩ মাস সময়ের মধ্যে।

এর আগে, সকাল সাড়ে ৮টায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোট শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গতবারের মতো এবারও ভোটকেন্দ্র পর্যবেক্ষণে সিসি ক্যামেরা বসানো হয়েছিল।

উল্লেখ্য, গাইবান্ধার এ আসনে ৩২টি চরাঞ্চল রয়েছে। এসব প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ভোট কেন্দ্রে দুটি আর প্রতিটি ভোট কক্ষে একটি করে সিসি ক্যামেরায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়

ইসির আইডিইএ প্রকল্পের ডিপিডি (কমিউনিকেশনস) স্কোয়াড্রন লিডার শাহরিয়ার আলম বলেন, নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি সাংবাদিকদের জানান, মোট ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে সরাসরি নির্বাচন পর্যবেক্ষণ করা হয়।

টিএইচ