মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৫:৪৫ পিএম
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক মারা গেছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রায়হান ও রহিম।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ওই ২ জন একটি মাচার ওপর দাঁড়িয়ে ১০ তলা ভবনে প্লাস্টারের কাজ করছিলেন। সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে মাচাটির দড়ি ছিঁড়ে তারা নিচে পড়ে যান। এতে তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান।

অন্যজনকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এআরএস