‘সবুজের ছায়াতলে পদার্পণ, সবুজ উদ্যানের বিচরণ’ এ স্লোগানে এগিয়ে চলা সবুজ উদ্যানের মিলন মেলা ও দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক বজলুর রায়হান, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মো. মসিহ রানা, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)`র সহ সভাপতি, ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশের সভাপতি আনজুমান আরা শিল্পী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ফাউন্ডার অ্যাডমিন শারমিন আখতার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডমিন মুনমুন রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডমিন মাহফুজা ইয়াসমিন কল্পনা, উপদেষ্টা মো. আব্দুল জব্বার, সাংবাদিক দিলরুবা খান, সাংবাদিক রূপম আক্তার, রিয়াজ হাসান, মাসুম আহমেদ কবির (শ্রাবন) ও হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্যামল দত্ত বলেন, ‘পরিবেশ সুরক্ষায় দেশের মানুষকে সচেতন করতে সকলকে এগিয়ে আসতে হবে।’
সবুজ উদ্যান ফেসবুক গ্রুপের কার্যক্রমের প্রশংসা করে তিনি আরও বলেন, দেশকে সবুজায়নের লক্ষে পরিবেশবাদী সংগঠনগুলোর পাশাপাশি সরকারের নানামুখী পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সেরা খামারিদের মধ্যে ক্রেস্ট প্রদান, বিভিন্ন জাতের চারা ও বীজ বিতরণ এবং বিনিময় করা হয়।
পরে কেক কাটার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এআরএস