অনলাইনে উড়োজাহাজের টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’-এর ওয়েবসাইট হঠাৎ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে—কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ দেশ ছেড়েছেন।
খবর ছড়িয়ে পড়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত টিকিট এজেন্সির মালিক এবং অগ্রিম অর্থ পরিশোধ করা গ্রাহকরা রাজধানীর মতিঝিলে ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে ভিড় করেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আমার সংবাদকে জানান, “ফ্লাইট এক্সপার্টের এমডি অফিসে আসছেন না, আত্মগোপনে চলে গেছেন বলে শুনছি। তিনি দেশও ছেড়ে গেছেন বলে গুঞ্জন রয়েছে।
ভুক্তভোগীরা এসে অফিসে জড়ো হয়েছিলেন, তবে বর্তমানে কোনো বিশৃঙ্খলা নেই।”
তিনি আরও জানান, এ পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে কয়েকজন মৌখিকভাবে অভিযোগ করেছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
এ ঘটনায় ফ্লাইট এক্সপার্টের হেড অব কমার্শিয়াল সাঈদ আহমেদ মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এতে উল্লেখ করা হয়, এমডি সালমান বিন রশিদ কাউকে কিছু না জানিয়ে শনিবার পরিবারসহ বিদেশে চলে যান এবং কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন।
সালমানের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০১৭ সালের মার্চে যাত্রা শুরু করা ফ্লাইট এক্সপার্ট অনলাইনে এয়ারলাইন্স টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণসহ বিভিন্ন সেবা দিত। সাশ্রয়ী মূল্যে টিকিট বুকিংয়ের সুযোগ থাকায় এটি অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করে।
ইএইচ