বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ১১:১২ এএম
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কর্মসূচি

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা এ বছর ৩১ তম জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বছরের শুরুতেই জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ কর্মসূচি ঘোষণা করেছে। গত ১ লা মার্চ থেকে ৯ মার্চ জেলায় জেলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব আয়োজন করা হয়। ৪ বিভাগে ১১টি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিষয়গুলো হচ্ছে- রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, ছড়াগান, পল্লীগীতি, দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান, আবৃত্তি, অভিনয়, চিত্রাঙ্কন, সাধারণ নৃত্য ও লোক নৃত্য। বাছাই প্রতিযোগিতা আয়োজনের পর চূড়ান্ত প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৭ মার্চ সারাদেশব্যাপী জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জানিয়ে দিবসটি পালন করা হয়। ধানমন্ডির বত্রিশ নম্বরে সকাল সাড়ে দশটায় জাতির জনকের প্রতিকৃতি শ্রদ্ধা জানাবে কেন্দ্রীয়, ঢাকা মহানগর জেলার নেতৃবৃন্দ।

এআরএস