বসুন্ধরায় বিকৃত যৌনচার: দুই নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১, ২০২৫, ১২:১১ পিএম
বসুন্ধরায় বিকৃত যৌনচার: দুই নারী গ্রেপ্তার

একজন পুরুষকে অবরুদ্ধ করে দুই নারী মিলে চাবুক দিয়ে আঘাত করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় বুধবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিযুক্ত দুই নারীকে আটক করেছে ভাটারা থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ ঘটনার পেছনের চক্র ও উদ্দেশ্য উন্মোচন করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিডিএসএম নামে পরিচিত বিকৃত যৌনাচার দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসুন্ধরার একটি বাসা থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই-হিল, বুট ও যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, “গ্রেপ্তার হওয়া দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইএই