গ্রিড বিপর্যয়ে ঢাকার অর্ধেক অন্ধকারে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২২, ২০২৫, ১১:১৬ পিএম
গ্রিড বিপর্যয়ে ঢাকার অর্ধেক অন্ধকারে

ঢাকার রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে কারিগরি গোলযোগের কারণে রাজধানীর একাধিক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

শনিবার রাত ৯টা ৫০ মিনিটে এই গোলযোগের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান জানান, “রামপুরার পিজিসিবি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে। এর প্রভাবে মূলত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন এলাকাগুলো বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে ডেসকোর আওতাধীন এলাকাগুলো তেমনভাবে প্রভাবিত হয়নি।”

তিনি আরও বলেন, “রামপুরা, হাতিরঝিল, ফার্মগেট, বনানী, গুলশান, মগবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পিজিসিবির প্রকৌশলীরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগতে পারে। প্রয়োজনে বিকল্প ব্যবস্থা বা বাইপাসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।”

এদিকে পিজিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি হয়েছে। পিজিসিবির প্রকৌশলীরা দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে কাজ করছেন। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ইএইচ