শান্তিপূর্ণভাবে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৭:৩২ পিএম
শান্তিপূর্ণভাবে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের প্রধান তাজিয়া শোক মিছিল শুরু হয়। হাজারো শিয়া মুসল্লি খালি পায়ে, বুক চাপড়ে ও ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম করতে করতে মিছিলে অংশ নেন।

মিছিলটি হোসেনি দালান থেকে বকশি বাজার লেন, লালবাগ, শহীদ মাজার রোড, আজিমপুর, নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবির ৪ নম্বর গেট এবং সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হয়।

মিছিলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে ডিএমপি জানায়।

এর আগে আশুরা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ডিএমপি নির্দেশনা জারি করে, যাতে মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। পাশাপাশি আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ছিল।

১০ মুহররম, তথা পবিত্র আশুরা মুসলিম বিশ্বে বিশেষ তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। কারবালার মর্মন্তুদ ঘটনার স্মরণে দিনটি শিয়া সম্প্রদায় গভীর শোক ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে। এর মধ্যে তাজিয়া মিছিল অন্যতম।

পুরান ঢাকার লালবাগে অবস্থিত হোসেনি দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া এবং ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় শিয়া সম্প্রদায় আশুরা উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী শোক মিছিলের আয়োজন করে থাকে।

ইএইচ