বহুল আলোচিত বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম. কে খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার দুপুরে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, খায়রুল বাশারের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নাম করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, মানুষের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন খায়রুল বাশার। বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আত্মগোপনে চলে যান তিনি। মানিলন্ডারিং, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা করেন।
বিআরইউ