সচিবালয়ে প্রধান উপদেষ্টা

নির্বাচনের লক্ষ্যে আজ থেকে সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু

সচিবালয় প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৪:৪৫ পিএম
নির্বাচনের লক্ষ্যে আজ থেকে সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু

নির্বাচন কমিশনকে (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয় বুধবার। এর পরদিন বৃহস্পতিবার থেকে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, "প্রধান উপদেষ্টা উদ্বোধনী ভাষণে বলেছেন—৫ আগস্ট আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে। গতকাল নির্বাচন কমিশনকে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে, রমজান শুরুর আগেই নির্বাচন আয়োজন করতে হবে। আজ থেকে শুরু হলো দ্বিতীয় অধ্যায়, যার প্রধান লক্ষ্য হচ্ছে একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।"

এটি ছিল ড. ইউনূসের দ্বিতীয়বারের মতো সচিবালয় সফর। সকাল ১০টা ২৫ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। তাঁর আগমন ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ১ নম্বর ভবনের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজে। সচিবালয়ের নতুন এই ভবনে এটি কোনো সরকারপ্রধানের প্রথম বৈঠক।

এর আগে ২০২৪ সালের ২০ নভেম্বর ড. ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। তখন উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সচিবালয়ের ৬ নম্বর ভবনের পুরোনো সভাকক্ষে। নতুন ভবনটি প্রেস ক্লাব সংলগ্ন গেটের পাশে অবস্থিত।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুরুতে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতো প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’-তে। পরে পতনের দিন ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কার করে তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তরিত করা হয়, যেখানে বর্তমানে নিয়মিতভাবে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

ইএইচ