আসিফ মাহমুদ

চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৩:৫৩ পিএম
চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চাঁদা আদায়ের ঘটনায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর সঙ্গে গণঅভ্যুত্থানের পর তার কখনও দেখা হয়নি। এছাড়া চাঁদাবাজির অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে কেবিনেট মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

উপদেষ্টা বলেন, “আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি এখনও তদন্তাধীন এবং অনুসন্ধান চলছে, তাই এখনই মন্তব্য করা উচিত নয়। তবে যেহেতু আমার নাম স্পেসিফিকভাবে সেখানে এসেছে, তাই আমি নামটি দেখে অবাক হয়েছি।”

আসিফ মাহমুদ আরও বলেন, “জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। ২০২২ সালে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকাকালীন সে ছাত্র অধিকার পরিষদে ছিল এবং সম্ভবত সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটিতেও যুক্ত ছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তার সঙ্গে আমার কোনো কথা বা দেখা হয়নি।”

তিনি আরও উল্লেখ করেন, “এই ধরণের অভিযোগের পর জানতে পারি, সম্প্রতি একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয়ে। আমি খোঁজ নিচ্ছি আসলে ঘটনা কী। তিনি দাবি করেছেন যে অপুকে জোরপূর্বক গুম করে স্টেটমেন্ট আদায় করা হয়েছে। যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে, এটি অত্যন্ত শঙ্কাজনক।”

রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় গ্রেফতারকৃত জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছিলেন তিনি।

৩৫ মিনিটের ভিডিওতে জানে আলম অপু বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় যে ছেলেকে টাকার ব্যাগ নিতে দেখেছেন, তিনি সেই ছেলেটিকে চিনেছেন। ভিডিওতে তিনি আরও উল্লেখ করেন, “ওইদিন ভোর ৫টায় ওই জোনের ডিসি-এসিকে অবগত করে পুলিশকে সঙ্গে নিয়ে সাবেক এমপির বাসায় অভিযান চালানো হয়েছিল। অভিযানের আগে গুলশানের কোনো জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথাও হয়েছিল।”

ইএইচ